সাপ্তাহিক লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি

16

সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৫৫ কোটি ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি ১ কোটি ৩১ লাখ ২৩ হাজার টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির ১০১ কোটি ৯৫ লাখ ৬১ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২ কোটি ৮০ লাখ টাকা।

গ্লোবাল ইন্স্যুরেন্স তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ৫৬ লাখ ৪০ হাজার ৭০৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯২ কোটি ৩৪ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এক্সপ্রেস ইন্স্যুরেন্স, পাইওনিয়র ইন্স্যুরেন্স কোম্পানি, বেক্সিমকো, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স ও সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।