করোনায় পোপের ব্যক্তিগত চিকিৎসকের মৃত্যু

6

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের ব্যক্তিগত চিকিৎসক ফ্যাবরিজিও সোকারসির প্রাণ কেড়ে নিয়েছে কভিড-১৯।

ভ্যাটিকানের সংবাদপত্র এল’ওসেরভাতুরে রোমানো শনিবার জানিয়েছে, কভিড সংক্রান্ত জটিলতার কারণে ৭৮ বছর বয়সী সোকারসির মৃত্যু হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৫ সালে পোপ তাকে চিকিৎসক হিসেবে নিয়োগ দেন।

তিনি ২৬ ডিসেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। তার অনকোলজিকাল রোগ ছিল। রোগটির চিকিৎসা নেয়ার দিনগুলোতে ঠিক কখন তিনি করোনায় আক্রান্ত হয়েছেন, তা স্পষ্ট নয়।

পোপের সঙ্গে তার সর্বশেষ কবে সরাসরি সাক্ষাৎ হয়েছিল তা জানা যায়নি।

পোপ একটি টিভিকে দেয়া সাক্ষাৎকারে রবিবার রাতে জানিয়েছেন, ভ্যাটিকানে কয়েক সপ্তাহের মধ্যে টিকাদান কর্মসূচি শুরু হবে।

তিনি নিজেও টিকা নেবেন বলে জানিয়েছেন।

২০১৩ সালের ১৩ মার্চ ভ্যাটিকানের ২৬৬তম পোপ নির্বাচিত হন ফ্রান্সিস। রোমের বিশপ হিসেবে তিনি বিশ্বব্যাপী ক্যাথলিক চার্চ এবং সার্বভৌম ভ্যাটিকান সিটির প্রধান। মহামারীর এই দিনগুলোতে বিভিন্ন উৎসবে একা-একা প্রার্থনা করতে দেখা গেছে তাকে।