ইরাকের দুই তেলকূপে আইএসের বোমা হামলা

16

ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক শহরের কাছে অবস্থিত দুটি তেলকূপে বুধবার বোমা হামলা চালিয়েছে জঙ্গিগোষ্ঠী আইএস। এ সময় আইএস সন্ত্রাসীরা পাশের একটি নিরাপত্তা চৌতিতেও হামলা চালায়। এতে এক পুলিশ নিহত ও তিনজন আহত হয়েছে।খবর রয়টার্সের।

বোমা হামলার পর তেলকূপে ওই এলাকায় আগুন ধরে যায়।তবে, ইরাকের কয়েকটি সূত্র জানিয়েছে, বোমা হামলার কারণে বাই হাসান তেলেক্ষেত্রে কোনো প্রভাব পড়েনি। তেলকূপের কাছে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তাতে তেল উৎপাদনে বড় ধরনের বিঘ্ন সৃষ্টির আগেই দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

নিরাপত্তা চৌতিতে হামলা তরে পুলিশকে এদিকে ব্যস্ত রেখে সন্ত্রাসীরা পরিকল্পনা মতো ভিতরে ঢুকে তেলক্ষেত্রে বোমা হামলা করে।বোমা হামলার পর থেকে দুটি কূপেই তেল উত্তোলন বন্ধ আছে।