hasina

ক‌রোনাভাইরাস নি‌য়ে তর্কাত‌র্কির জে‌রে সংঘ‌র্ষ, রাজবাড়ীতে নিহত ১

522

রাজবাড়ী সদরে নভেল করোনাভাইরাস নিয়ে তর্কাতর্কির জেরে দুই গ্রুপের সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে লাবলু মোল্যা নামে একজন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরো কমপক্ষে ১০ জন।

আজ শনিবার সকালে উপজেলার বরাট ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, করোনাভাইরাস নিয়ে স্থানীয় পল্লী চিকিৎসক খালেকের সঙ্গে নিহত লাবলু মোল্যার ভাইয়ের কথা কাটাকাটি ও সংঘর্ষ হয়। সেই ঘটনার জেরে আজ সকালে পুনরায় সংঘর্ষ হলে লাবলু মোল্যা আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

এ ঘটনায় খালেক গ্রুপের পাঁচজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে