করোনাভাইরাস থেকে বাঁচতে উচ্চস্বরে আল্লাহু আকবারের ধ্বনি

6

মরক্কোর নাগরিকরা ভয়াবহ করোনাভাইরাস থেকে বাঁচতে উচ্চস্বরে আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষ পেতে মরক্কোর তাঞ্জা শহরের নাগরিকরা রাতে বাড়ির ছাদে উঠে উচ্চস্বরে তাকবীর বলেন। গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এখবর দিয়েছে ইকনা।

এর আগে গত সোমবার ভোররাতে ফিলিস্তিনের জেরুজালেম শহরের অধিবাসীরা বাড়ির ছাদে উঠে উচ্চস্বরে আল্লাহু আকবারের ধ্বনি দেন। মুসলমানদের দুর্দশা, বিশেষত করোনাভাইরাসের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করে এমন আল্লাহু আকবারের দিলেন।

উচ্চস্বরে ‘আল্লাহু আকবার’ বলার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এদিকে প্রাণঘাতী করোনাভাইরাস বিস্তার রোধে মুসলমানদের প্রথম কিবলাহ ও তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদ সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। জেরুজালেমের ওয়াকফ কমিটি এ সিদ্ধান্ত গ্রহণ করে। ডেইলি সাবাহ

এদিকে গত শুক্রবার সন্ধ্যায় মিনিটে সম্মিলিতভাবে মাগরিবের আজান দেয় স্পেনে বসবাসরত মুসলিম কমিউনিটি। স্পেনে মুসলিম শাসনের অবসান হওয়ার পর সেটা ছিলো প্রথম উচ্চস্বরে আজানের ধ্বনি।নামাজের জন্য আজান দেয়ার অনুমতি না থাকলেও প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য মুসলমানদের আজান দেয়ার আবেদনে সম্মতি প্রকাশ করে দেশটির প্রশাসন। ইউরোপ প্রেস