করোনায় মৃত্যুর সংখ্যা ৮২ হাজার ছাড়ালো।

18

কোন ভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না করোনায় আক্রান্তের সংখ্যা। বিশ্বব্যাপী প্রাণঘাতি করোনাভাইরাসে সৃষ্ট রোগ কোভিড-১৯ এ মৃত্যুর সংখ্যা ৮২ হাজার ছাড়ালো। বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টা পর্যন্ত এ সংখ্যা পৌঁছেছে ৮২ হাজার ১১৪ জনে।

ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুযায়ী, গত ৩০ মার্চ এ সংখ্যা ছিল ৩০ হাজার ৮৯০ জন। গত ৯ দিনের ব্যবধানে এ সংখ্যা বেড়েছে আরও ৫১ হাজার ২২৪ জন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৩২ হাজার ৩৭৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ২ হাজার ২৮৮ জন।

গতমাসের প্রথম দিকে বাংলাদেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত বাংলাদেশে ১৭ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৬৪ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন।