hasina

যুক্তরাজ্যে সারদিন না খেয়ে থাকে ১৫ লক্ষ মানুষ

10

করোনায় কতটা বিপদে সারাবিশ্বের মানুষ! এই অল্প কদিনেই করোনা মহামারীর কারণে যুক্তরাজ্যে অর্থনৈতিক বিপর্যয় নেমে এসেছে। দিনে অন্তত সারদিন না খেয়ে থাকে প্রায় ১৫ লক্ষ মানুষ। ভাবা যা! হা সেটাই প্রকাশ পেয়েছে দেশটির প্রভাবশালী গণমাধ্যম গার্ডিয়ানের এক সমীক্ষায়। আরও জানা যায়, লকডাউনের কারণে ইতোমধ্যে প্রায় পৌনে দুই কোটি মানুষ চাকরি হারিয়েছেন।

লকডাউনের কারণে খাদ্য সংকট প্রকট আকার ধারণ করায় ক্ষুধার্থ লোকের সংখ্যা বেড়েই চলেছে। দাতব্য সংস্থ্যাগুলো এবং স্থানীয় সরকারের প্রতিনিধিরা সতর্ক করে বলেছে, এ অবস্থা চলতে থাকলে লক্ষ লক্ষ মানুষ খাদ্য সংকটে পড়বে।

সম্প্রতি দেশটির দ্য সানডে টাইমসে ফাঁস হওয়া কিছু সরকারি নথিতে খাদ্য মজুদ সংকটের বিষয়টি জানা যায়। শুধু খাদ্যই নয়, জ্বালানি এবং ওষুধেরও সংকটে পড়তে যাচ্ছে দেশটি।