hasina

২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আরও ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২০৯

13

আইইডিসিআরের অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি জানান, মোট মৃত্যু হয়েছে ৪৬ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০১২ জনে। গত ২৪ ঘণ্টায় ১৯০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। সুস্থ হননি একজনও।

নাসিমা সুলতানা জানান, এখন পর্যন্ত সব মিলিয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন ৪২৯ জন। বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন সবমিলিয়ে ২৬ হাজার ৭৫২ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৮৯ জনকে।’

তিনি জানান, সবমিলিয়ে মোট আইসোলেশনে আছেন ৩৮৩ জন । সব হাসপাতালে আইসিইউর সংখ্যা আছে ১৯২টি। ডায়ালাইসিস ইউনিট আছে ৪০টি। তিনি আরও বলেন, করোনাভাইরাসের সুরক্ষা নিজেকেই নিতে হবে। পরস্পর অন্তত তিন ফুট শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।

অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, এখন পর্যন্ত চার হাজার ৪২ জন আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন। আমাদের মোট আইসোলেশন শয্য আছে সাত হাজার ৬৯৩টি।

বাংলাদেশে ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর ধাপে ধাপে বাড়তে থাকে শনাক্ত রোগী।

এদিকে মঙ্গলবার পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছে ১৯ লাখ ২৫ হাজার ১৭৯ জন। ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এ ভাইরাস ১ লাখ ১৯ হাজার ৬৯৯ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।