hasina

২৪ ঘণ্টায় আরও ২৩৯ পুলিশ করোনায় আক্রান্ত, মোট ১১৫৩

8

গত ২৪ ঘণ্টায় পুলিশের আরও ২৩৯ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। গত কয়েক দিনে পুলিশ সদস্যদের এটাই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত সব মিলিয়ে করোনা আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা হাজার ছাড়ালো। পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, দেশে করোনা হানা দেওয়ার পর থেকে মঙ্গলবার (৫ মে) পর্যন্ত পুলিশের ১ হাজার ১৫৩ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন পাঁচ জন। সোমবার (৪ মে) আক্রান্তের সংখ্যা ছিল ৯১৪ জনে। আক্রান্তদের মধ্য থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৫ জন। আইসোলেশনে আছেন ৩১৫ জন। কোয়ারান্টিনে আছেন এক হাজার ২৫০ জন।