করোনায় আক্রান্ত তিন সহস্রাধিক স্বাস্থ্যকর্মী, মারা গেছে ৩৩ ডাক্তার

4

রাজধানী ঢাকাসহ দেশে তিন হাজার ১৬৪ জন ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে চিকিৎসক এক হাজার তিনজন, নার্স ৮৫৩ জন এবং স্বাস্থ্যকর্মী এক হাজার ৩০৮ জন। তার মধ্যে ৩৩ জন ডাক্তার মারা গেছেন।

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) শনিবার (১৩ জুন) চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের করোনা আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর এ পরিসংখ্যান প্রকাশ করেছে।

বিএমএর বিভাগওয়ারী পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা বিভাগে ৫৮৮ জন, বরিশাল বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ১০৯ জন, খুলনা বিভাগে ৫০ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে ২৯ জন, সিলেট বিভাগে ৭৮ জন এবং ময়মনসিংহ বিভাগে ১১৮ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন।

এছাড়া নার্সদের মধ্যে ঢাকা বিভাগে ৫০৩ জন, বরিশাল বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ৭৯ জন, খুলনা বিভাগে ২৬ জন, রাজশাহী বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ৩১ জন, সিলেট বিভাগে ৬৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ১১৮ জন আক্রান্ত হন।

পরিসংখ্যান অনুসারে স্বাস্থ্যকর্মী আক্রান্তের সংখ্যা হলো-ঢাকা বিভাগে ৫৫৮, বরিশাল বিভাগে ১৭, চট্টগ্রাম বিভাগে ২৫৮, খুলনা বিভাগে ৭২, রাজশাহী বিভাগে ৩৪, রংপুর বিভাগে ৫১, সিলেট বিভাগে ৯৯ ও ময়মনসিংহ বিভাগে ২১৯ জন।

অপরদিকে মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারদের আক্রান্তের সংখ্যা হলো- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১০৪, মিটফোর্ডে ৫৬, শহীদ সোহরাওয়ার্দীতে ১০৩, আজগর আলী হাসপাতালে ২১, বিএসএমএমইউতে ৬, জাতীয় কিডনি ইন্সটিটিউটে ৯, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ১১, শিশু হাসপাতাল ৬, জাতীয় ক্যানসার হাসপাতাল ১০, নিউরো সার্জারি ইন্সটিটিউট ১১, অ্যাপোলো হাসপাতাল ৫, বারডেম হাসপাতাল ৭, ইউনিভার্সেল হাসপাতাল ৩, পঙ্গু হাসপাতাল ৯, কুর্মিটোলা হাসপাতাল ৯ এবং কুয়েত মৈত্রী হাসপাতালের ১৩ জন