যুক্তরাষ্ট্রে মার্সিডিজবেঞ্জ সেডান তৈরি করবে না ডেইমলার

25

প্রান্তিক ক্ষতির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোয় মার্সিডিজবেঞ্জ সেডান তৈরি না করার সিদ্ধান্ত নিয়েছে গাড়ি নির্মাতা কোম্পানি ডেইমলার। সিদ্ধান্ত অনুযায়ী, জার্মানিভিত্তিক গাড়ি নির্মাতা কোম্পানিটি অ্যালাবামায় আর মার্সিডিজ-বেঞ্জ সি-ক্লাস সেডান উৎপাদন করবে না।

এখন থেকে সেখানে শুধু এসইউভি (স্পোর্টস ইউটিলিটি ভেহিকল) মডেল তৈরি করা হবে। এছাড়া মেক্সিকোর আগুয়াস্কালিয়েন্তসেও আর মার্সিডিজবেঞ্জ সি-ক্লাস সেডান উৎপাদন করবে না ডেইমলার। এর বদলে এখানকার কারখানায় উন্নত নতুন এসইউভি মডেল জিএলবি উৎপাদনে মনোযোগ দেওয়া হবে। ডেইমলার জানিয়েছে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির পরিচালন ক্ষতি হয়েছে ১৬৮ কোটি ইউরো। এ অবস্থায় ব্যয়সংকোচনের লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উলেস্নখ্য, গতকাল ডেইমলারের শেয়ারদর বেড়েছে ৪ দশমিক ২ শতাংশ। কিন্তু লকডাউনসহ বিবিধ কারণে চাহিদায় পতনের কারণে কোম্পানিটির মার্সিডিজবেঞ্জ কারস অ্যান্ড ভ্যানস ইউনিট পরিচালন ক্ষতির মুখে পড়েছে। এ ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ১১৩ কোটি ইউরোতে।

রয়টার্স