রূপগঞ্জে কারখানায় গলিত লোহা পড়ে নিহত বেড়ে ৪

23

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় কারখানায় গলিত লোহা শরীরে পড়ে দগ্ধ হওয়ার ঘটনায় আরও দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় চার শ্রমিকের মৃত্যু হলো।

শুক্রবার দিবাগত রাতে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়।

তারা হলেন- লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাংলাবাড়ী এলাকার আবদুস সোবহানের ছেলে মো. শাকিল (২০) ও কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার টিপু শেখের ছেলে আবু সিদ্দিক (৩০)।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল।

এর আগে বৃহস্পতিবার ভোরে ঘটনাস্থলে মিজানুর রহমান (৪২) ও শুক্রবার বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ফাহিম (২৫) নামের দুই শ্রমিকের মৃত্যু হয়।

ওই ঘটনায় দগ্ধ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাংলাবাড়ী এলাকার বাউরা এলাকার সুন্দর আলীর ছেলে রফিক মিয়া (৪৫) ও রহমতপুর এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে মো. রাজু (৪০) বেসরকারি একটি হাসপাতালে ভর্তি আছেন।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় প্রিমিয়ার স্টিল মিলস নামে একটি কারখানায় লোহা গলানোর সময় তা ছিটকে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।